Loading...

প্রযুক্তি-বিষয়ক তথ্যসেবানলেজ পয়েন্ট

Knowledge Point

নলেজ পয়েন্ট হচ্ছে একটি সৃজনশীল প্রশ্ন-উত্তর আদান প্রদান বিষয়ক ফোরাম যা উন্নয়ন ও মানবাধিকারকর্মীদের প্রযুক্তি-বিষয়ক নির্দেশনা প্রদানে নিবেদিত। এটি ব্যক্তি এবং বিভিন্ন সংস্থাকে একত্রিত করে প্রযু্ক্তি ও উন্নয়ন বিষয়ক জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময় করে।

নলেজ পয়েন্ট বিভিন্ন সংস্থা, যেমন : ওয়াটার এইড, আরইডিআর (পিপল অ্যান্ড স্কিলস ফর ডিজাস্টার রিলিফ), আইআরসি (ইন্টারন্যাশনাল রেসক্যু কমিটি) এবং ইনজিনিয়ার্স এইড-এর পাশাপাশি প্র্যাকটিক্যাল এ্যাকশনের পানি, পয়ঃব্যবস্থাপনা এবং স্বাস্থ্য খাতে কর্মরতদের জ্ঞান ও অন্যান্য যারা তাদের নিজস্ব প্রকল্প উন্নয়ন করতে চায় বা তাদের নিজেদের অভিজ্ঞতা বিনিময় করতে চায়, তাদের নিয়ে যাত্রা শুরু করে। এখন আরো বিভিন্ন মানবাধিকার খাতে, যেমন : জ্বালানি, অর্থনৈতিক ও কৃষি ক্ষেত্রে নলেজ পয়েন্ট প্রসারিত করার পাশাপাশি প্রানবন্ত ও অংশগ্রহণমূলক আলোচনা চলছে।

আপনি নলেজ পয়েন্ট নেটওয়ার্কে একক ব্যক্তি বা একটি সাংগঠনিক দল হিসেবে নিবন্ধন করতে পারেন। নিবন্ধন করার পর আপনি আপনার প্রশ্ন জিজ্ঞাসা বা অ্ন্যের প্রশ্নের উত্তর প্রদান, আলোচনায় অংশগ্রহণ, মতবিনিময়, ও দারিদ্র্য নিরসনে সমমনাদের সাঙ্গে অংশ নিতে পারেন। আমরা আপনার যুক্ত হওয়ার অপেক্ষায় রইলাম!

 

সাম্প্রতিক খবর : ইবোলা নলেজ পয়েন্ট সাইটটি এখন সক্রিয়

সাম্প্রতিক, ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়ার খবরে একটি গ্রুপ যেখানে জাতিসংঘের ওয়াস ক্লাস্টার, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু), আইসিআরসি (রেড ক্রস), Medicins Sans Frontieres, দি সেন্টার ফর ডিজিস কন্ট্রোল এবং অন্যরা সম্মিলিত স্বাস্থ্য-বিষয়ক প্রযুক্তিগত প্রশ্ন উত্তরের হাব হিসেবে নলেজ পয়েন্টকে ব্যবহার করার জন্য সকলকে অনুরোধ করে।

নলেজ পয়েন্টের এই একনিষ্ঠ প্রযুক্তিগত গ্রুপ আলোচনায় উঠে আসা প্রশ্নের উত্তর প্রদান করে যাবে। আলোচনায় যোগ দিন বা একটি প্রশ্ন জিজ্ঞাসা করুন।

 

 

প্রতিক্রিয়া