টর্ণেডোর পূর্বে কিছু প্রস্তুতি নেয়া প্রয়োজন। যেমন বাড়িঘর শক্ত কাঠামোর উপর নির্মান করা। বসতঘর ও গোয়ালঘরের চালা খুঁটির সাথে শক্ত রশির দিয়ে বেঁধে রাখা। ভারী জিনিষপত্র, কাঠের টুকরা, খোলা টিন, চাষের যন্ত্রপাতি লোহা ইত্যাদি ছড়িয়ে ছিটিয়ে না রাখা । ঝড়ের গতি প্রকৃতির উপর নজর রাখা। আকাশে হাতির শুরের মত মেঘ দেখলেই আশেপাশের সবাইকে সতর্ক করা।