• Register

পেপেঁ গাছের বয়স ও শুধু বড় হয় । ফল ও ফুল কোনটাই আসে না ?

0 like 0 dislike
60 views
পেপেঁ গাছের বয়স ও শুধু বড় হয় । ফল ও ফুল কোনটাই আসে না ?
asked Jul 15, 2015 in Flood by Mukta Rani Roy

1 Answer

0 like 0 dislike

পেপে গাছটি চারা অবস্থায় রিং স্পট রোগে আক্রান্ত ছিল তাই এখন আর ফুল আসছে না। যেসব গাছে ফুল আসছে না সেসব গাছ তুলে ফেলুন। পরবতীর্তে নিচের নিয়মটি মনে রাখবেন তাহলে আর সমস্যা হবে না-

১. সুস্থ গাছ হতে বীজ সংগ্রহ করতে হবে।

২. রোগাক্রান্ত গাছ দেখা যাওয়ার সাথে সাথে কেটে ধ্বংস করে ফেলতে হবে।

৩. একই সাথে বা কাছাকাছি লাউ জাতীয় ফসলের চাষ করা যাবে না।

৪. নিয়মিতভাবে সুমিথিয়ন ইত্যাদি কীটনাশক ঔষধ ১৬ লিটারে ১৫ মিলি হারে মিশিয়ে স্প্রে করে জাবপোকা বা বাহক পোকা দমন করতে হবে।

answered Jul 15, 2015 by Mukta Rani Roy

Related questions

...